নবাবগঞ্জে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু


অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ 


দিনাজপুরের নবাবগঞ্জে নিজের ধানের জমিতে ইঁদুর মারতে বিদ্যুতের তার দিয়ে পাতানো ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সেকেন্দার আলী বাদশা (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। নিহত কৃষক ওই গ্রামের করিম উদ্দিন মন্ডল’র ছেলে।


 বুধবার দুপুরে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের ভোটারপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়দের বরাতদিয়ে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, ‘বুধবার দুপুরে নিজ বাড়ির অদূরে ধানের জমিতে ইঁদুর মারতে নিজ বাড়ি থেকে বিদ্যুতের তার নিয়ে নিয়ে গিয়ে জমিতে ফাঁদ পেতে ছিলেন সেকেন্দার আলী। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন সেকেন্দার আলী। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহাজাহান আলী জানান,‘বুধবার দুপুরের দিকে নিজ জমিতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত অবস্থায় সেকেন্দার আলীকে স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যান।’

পুরোনো সংবাদ

নির্বাচিত 1662183668897160123

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item