জলঢাকায় ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমান। তিনি জানান, তাদের বাড়িতে রেখে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহনের পরামর্শ দেওয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগী জাহাঙ্গীর কবীর মিশু (৩৫) জলঢাকা ভূমি অফিসের আইসিটি টেকনেশিয়ান। তার বাড়ি জলঢাকা পৌরসভার ২ নং ওয়ার্ডে। মিশু জানান, ২ আগস্ট অসুস্থতা বোধ করলে জলঢাকা তছির উদ্দিন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করি। এতে আমার ডেঙ্গু ধরা পরে। বর্তমানে ডাঃ মেজবাহুর রহমানের তত্বাবধানে চিকিৎসা গ্রহন করছি। এছাড়াও তিনি  রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। এদিকে উপজেলার কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাঈ এলাকার ঢাকা ফেরত আরমান আলী (২১) ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজ বাড়িতে থেকে চিকিৎসা গ্রহন করছে। আরমানের বড়ভাই জামান জানান, আরমান জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসে সপ্তাহখানেক আগে। এরপর ৩১ আগস্ট তছির উদ্দিন হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করলে তার ডেঙ্গু ধরা পরে। দুজন ডেঙ্গু রোগীকে রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানান তাদের পরিবার।         


পুরোনো সংবাদ

নীলফামারী 5903168452732841198

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item