অবৈধ এক একর ১৩ শতক জমি উদ্ধার করলো সৈয়দপুর পৌরসভা


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পুলপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে সৈয়দপুর পৌর পরিষদের উদ্যোগে এ উচ্ছেদ করা হয়। এ সময় পৌরসভার বেদখলে থাকা এক একর ১৩ শতক জমি উদ্ধার করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।

তবে নোটিশ না দিয়ে এবং পূনর্বাসনের ব্যবস্থা না করেই এভাবে উচ্ছেদ করায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা।

সৈয়দপুর পৌরসভার সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা যায়, বর্জ্য ব্যবস্থাপনার জন্য শহরের বাহিরে ওই এলাকায় উল্লে¬খিত পরিমান জমি ক্রয় করে পৌরসভা। কিন্তু স্থানীয় একজনের মাধ্যমে ২০ জন সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে। 

পৌর মেয়র রাফিকা আকতার জাহান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দখলকারীদের এর আগে নোটিশ দেয় পৌরসভা। এরপরও স্থাপনা অপসারণ না করায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৫ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। #  


পুরোনো সংবাদ

নীলফামারী 893514738226558603

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item