পাগলাপীরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর ঃ
রংপুরের পাগলাপীরে মটর শ্রমিক ইউনিয়নের ব্যবস্থাপনায় ১৯০ জন অসহায় দরিদ্র শ্রমিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু ত্রাণ বিতরন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার পাগলাপীর স্কুল ও কলেজ মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভার। সভা শেষে প্রধান অতিথি জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এম,এ মজিদ অসহায় দরিদ্র শ্রমিকদের মাঝে উক্ত ত্রাণগুলো বিতরন করেন। বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোঃ হারুন অর-রশিদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ এরশাদ ও মোঃ রুবেল মিয়া। পাগলাপীর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকারী সভাপতি আব্দুর রহিম দুলু, সহ সভাপতি মোঃ মহসিন আলী, সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রহিদুল ইসলাম অহেদুল সহ শাখা সংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণ বিতরন পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এম,এ মজিদ বলেন করোনার প্রাদুভার্ব ব্যাপকভাবে বেড়েছে। এর রোগ থেকে জনগনকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনসচেতনতামূলক লিপলেট বিতরন, সভা সমাবেশ, মাইকিং এবং অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্র বিতরন ও টিকা প্রদান কর্মসূচী অব্যাহত রেখেছেন। তাই আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলব জীবন বাঁচাতে হলে প্রত্যেককে টিকা দিতে হবে এবং অন্যকে টিকা প্রদানে উৎসাহিত করার আহবান জানান তিনি। পাগলাপীর মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক রহিদুল ইসলাম অহেদুল বক্তব্যে বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের অব্যাহত লকডাউনে বাস কোচ সহ দুরপাল্লার ভারী যানবাহনগুলো চলাচল বন্ধ হওয়ায় শ্রমিকদের জীবন অসহায়তার মধ্যে চলছে। তাই এই অসহায় দরিদ্র শ্রমিকদের পাশে দাড়াতে ত্রাণ বিতরনে আর্থিক সহযোগিতা করার জন্য রংপুর পবিস-২ এর জেনারেল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এম,এ মজিদ ও পাগলাপীর মটর শ্রমিক ইউনিয়ন সহ স্থানীয় বিশিষ্ট জনদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।  


পুরোনো সংবাদ

দিনাজপুর 9206393319990958172

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item