নীলফামারীতে জনসম্মুখে পোড়ানো হলে দুই লাখ টাকার কারেণ্ট জাল


নির্ণয়,নীলফামারী-
নীলফামারীর ঢেলাপীড় হাটে নিষিদ্ধ ২০হাজার মিটার অবৈধ কারেণ্ট জাল জব্দ করার পর পুড়ে ফেলা হয়েছে জনসম্মুখে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই জাল পুড়ে ফেলা হয়। আজ মঙ্গলবার(৩১ আগষ্ট/২০২১) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢেলাপীড় হাটে অভিযান চালানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এর নেতৃত্বে। এ সময় ২০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ করা হয় যার মুল্য দুই লাখ টাকা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, কারেন্ট জাল মালিকরা পালিয়ে গেলেও জসম্মুখে এসব জাল পুড়ে ফেলা হয়। তিনি বলেন, নিষিদ্ধ কারেণ্ট জাল যেখানে পাওয়া যাবে সেখানে অভিযান পরিচালনা করা হবে। এ সময় নীলফামারী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আখতার ও নীলফামারী থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। #


পুরোনো সংবাদ

নীলফামারী 8616231667895777003

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item