নীলফামারীতে করোনা প্রতিরোধে বাসার জনসচেতনতা তৈরী ও সুরক্ষা সামগ্রী বিতরণ


নির্ণয়,নীলফামারী॥
‘বাংলাদেশের প্রশাসন, আপনার পাশে সর্বক্ষণ’ শ্লোগানে  নীলফামারীতে করোনা মহামারী প্রতিরোধে মাসজুড়ে জনসচেতনতা তৈরী ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বাসা)।

সোমবার(১৬ আগষ্ট/২০২১) বিকাল ৫টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদীন, অতিরক্তি জেলা জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, করোনা মহামারী প্রতিরোধে শোকের মাসে এ কর্মসূচি চলমান থাকবে।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের লেডিস ক্লাব জত্ত্বরে ৫০ জন দরিদ্র নারীর মাঝে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও চিনি, গুড়া দুধ, সেমাই ও সাবান বিতরণ করা হয়। ওই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মীনী ফাতেহা শিরিন চৌধুরী। শেষে ক্লাব চত্ত্বরে বৃক্ষ রোপন করেন সদস্যরা।#


পুরোনো সংবাদ

নীলফামারী 6235944962785665204

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item