করোনায় মারা গেলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুস সাত্তার


নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুস সাত্তার(৭৮) আর নেই।  শুক্রবার(১৩ আগষ্ট/২০২১) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চাকুরী জীবনে আব্দুস সাত্তার পুলিশ সুপার পদমর্যাদায় দায়িত্ব পালন শেষে অবসরগ্রহণ করেন।

আগামীকাল শনিবার(১৪ আগষ্ট) সকাল সাড়ে নয়টায় গ্রামের বাড়ি জেলা সদরের চওড়া ইউনিয়নের দক্ষিণ চওড়ায় তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।

আব্দুস সাত্তারের ভাগ্নে ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন জানান, ২০দিন আগে করোনা পজিটিভ হন তিনি। এরপর থেকে তার চিকিৎসা চলছিলো ঢাকার বেসরকারী একটি হাসপাতালে। চিকিৎসা চলাকালে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। এরই মধ্যে আজ শুক্রবার সকালে মারা যান তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 4011009962003866619

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item