সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন


নির্ণয়,নীলফামারী॥
খুলনাসহ সারাদেশে বিভিন্ন স্থানের হিন্দুপল্লীতে দুর্বৃত্ত কর্তৃক হামলা, লুটপাট ভাংচুর ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ও করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।  শুক্রবার(১৩ আগষ্ট/২০২১) সকাল ১০ টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিপুল রায়, কোষাধ্যক্ষ পরেশ চন্দ্র রায়, হিন্দু মহাজোট সদর শাখার সাধারণ সম্পাদক শান্ত কুমার রায়, হিন্দু মহাজোট জলঢাকা শাখার সভাপতি তুষার কান্তি রায়, ছাত্র মহাজোটের প্রধান আহবায়ক টুলটুল রায়, সদস্য সচীব খোকন রায় প্রমূখ। 

সারাদেশে হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি হিন্দু নির্যাতনের অন্যতম কারণ। এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার দাবি জানান তারা। এছাড়া জাতীয় বাজেটে জনসংখ্যার ভিত্তিতে বরাদ্ধ রাখার দাবি জানানো হয়।#


পুরোনো সংবাদ

নীলফামারী 8627619778267028512

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item