কোভিড-১৯ টিকা কর্মসূচী সফল করতে বীরগঞ্জে ওর্য়াল্ড ভিশনের নানামূখী কার্যক্রম


হাসান জুয়েল,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি-
বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ করোনা মহামারীর প্রথম থেকেই স্থানীয় সরকার ও প্রশাসনের সঙ্গেকাঁধে কাঁধ মিলিয়ে এই বৈশি^ক মহামারী রোধ করার জন্য কাজ করে যাচ্ছে । কর্ম এলাকার জনগনকে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী, বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই সচেতনতা কর্মসূচীর সাথে সম্পৃক্ত হয়েছেন গ্রাম উন্নয়ন কমিটি নেতৃবৃন্দ, শিশু ফোরাম, যুব ফোরাম এবং ধর্মীয় নেতৃবৃন্দগন। নেতৃবৃন্দগন কোভিড ১৯ বিষয়ে বার্তা প্রদানসহ হাতে কলমে মানুষজনদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়, মাস্ক পড়তে হয়। ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু স্বাস্থ্যসেবা সামগ্রী ও ১০০০ টি মাস্ক প্রদান করেছেন। সরকারের গণটিকা প্রদান ক্যাম্পেইনে গ্রামের জনগণের অনলাইনে রেজিস্ট্রেন করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাঠ পর্যায়ে ব্যাপক সহায়তা করা হচ্ছে। এ প্রসঙ্গে পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম বলেন, ‘‘ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম প্রশংসার দাবিদার। মাঠ পর্যায়ে মানুষজনকে যেভাবে তাঁরা সচেতন করার চেষ্টা করছেন, তা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা সবসময় এরকম কাজকে স্বাগত জানাই।”

বীরগঞ্জ এপি’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার- মিঃ মানুয়েল হাসদা বলেন, ‘‘ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ শুরু থেকেই কোভিড-১৯ নিরসনে সরকারের নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছে। আমরা জনগনকে সচেনতার পাশাপাশি সরকারের গণটিকা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন কমিটিকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। একই সাথে ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু ফোরাম ও যুব ফোরামও নিরলস ভাবে কাজ করছে।আসুন আমরা সবাই মিলে এক যোগে এই মহামারী রোধ করার জন্য কাজ করি।”


পুরোনো সংবাদ

দিনাজপুর 2544544820610469629

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item