নীলফামারীতে মেয়ের পর মাও মারা গেল॥ ২৪ ঘন্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় গত শুক্রবার(২৩ জুলাই) সকাল ৮টা থেকে আজ শনিবার(২৪ জুলাই/২০২১) সকাল ৮টা পর্যন্ত নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে দুইজন চীনা নাগরিক সহ করোনায় আক্রান্ত হয়েছে ৫৭ জন।

আজ শনিবার সকাল ১১টায় নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, গত ২৪ ঘন্টায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন জেলা সদরের পাঁচমাথা ইটাখোলা গ্রামের হোসনে আরা চায়না (৫৮) ও শহরের মধ্য হাড়োয়া গ্রামের আজিজুল হক (৬৫)। 

সুত্রমতে, এর আগের দিন শুক্রবার হোসনে আরা চায়নার মেয়ে রিমু (৩১) করোনায় আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে মারা যায়। একদিন আগে মেয়ের মৃত্যুর পর মাও মারা যায়। মা মেয়ের এমন মৃত্যু ওই পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।

এদিকে করোনার উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার রাত ৯টায় মারা যান জেলা সদরের শেখের মসজিদ খালিশাপাড়া গ্রামের মাহতাব উদ্দিন(৬৫)। এ নিয়ে নীলফামারী জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে সর্বমোট ৬৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি জুলাই মাসের ২৪ তারিখ পর্যন্ত মারা গেল ২৯ জন।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ১০০৯ নমুনায় দুইজন চীনা নাগরিক সহ ৫৭ জন পজেটিভ হয়েছে। আক্রান্তদের  মধ্যে জেলা সদরে ৫১ জন, সৈয়দপুর উপজেলায় ৩ জন, জলঢাকা উপজেলায় ১জন, ডোমার উপজেলায় ২ জন।

অপর দিকে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৫০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৪৮ জন। এরমধ্যে জেলা সদরের জেনারেল হাসপাতালে ৩৪ জন, নিজবাড়িতে ২২১, সৈয়দপুর হাসপাতালে ১০ জন, নিজবাড়িতে ১২৭, ডোমার হাসপাতালে ১ জন, নিজবাড়িতে ৪০, ডিমলা হাসপাতালে ১ জন নিজবাড়িতে ৩, জলঢাকা উপজেলায় নিজবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৬৮ জন,কিশোরীগঞ্জ উপজেলার নিজবাড়িতে ২৩ জন ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২০ জন।#


পুরোনো সংবাদ

হাইলাইটস 2887748422679791339

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item