জলঢাকায় ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফ এর চাল বিতরন শুরু হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার কাঠালী  ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে ৬ হাজার ৬ শত ৮৩ জন অসহায় দুস্ত মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরনের উদ্বোধন  করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকরুল হক,    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, ট্যাক অফিসার মুশফিকুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান হক, ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক বিজয় চন্দ্র রায়, জাতিয়পাটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ত্রান কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বসুনিয়া, উদ্দোক্তা রোহিনী কান্ত রায় ও ইউপি সদস্যগন প্রমুখ। এসময় ইউএনও মাহবুব হাসান করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহায়তায় ঈদ উল আযহা উপলক্ষে উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮১ হাজার ৮১ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের কড়া নজরদারিতে ইউনিয়ন পরিষদ এই চাল বিতরন করছে।###

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item