ডোমারে বৃষ্টিপাত না হওয়ায় কৃষকরা বিপাকে


এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার কৃষকরা এই বর্ষা মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় অনেক কৃষক তাদের জমির পাট কেঁটে ডোবায় জাঁক (পানিতে ভিজিয়ে রাখা) দিতে পারছে না। অপরদিকে, শুধু পানির অভাবেই কৃষকরা তাদের আবাদকৃত জমিতে স্যালো মেশিনের মাধ্যমে পানি প্রবেশ করিয়ে সেই জমিতে আমন ধান রোপন করতে হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারন কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে,“এই বর্ষা মৌসুমে খাল-বিল সহ নি¤œ এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। এবং প্রতি বছরেই আমরা জমি চাষ করে বীজ রোপন করি। এমনকি পাট কাঁটার পর সেই পাট জাঁক দিতে কোন অসুবিধা হয়নি। এ বছর একদিকে করোনা মহামারী ও অন্যদিকে বৃষ্টির অভাবে আমরা কৃষকরা বড় দুঃচিন্তায় পরে গেছি। তাই স্যালো মেশিনের মাধ্যমে জমিতে পানি প্রবেশ করিয়ে তারপর আমরা আমন ধানের বীজ রোপন করছি। যেটা আমরা বৃষ্টির পানিতে রোপন করে থাকি। তবে, কিছু কিছু নিচু জমিতে সামান্য কিছু পানি জমেছে। কৃষকরা সেই জমিতে বড় কষ্টে বীজ রোপন করছে। শুধু পর্যাপ্ত পরিমানে বৃষ্টি না হওয়ার কারনেই আমরা স্যালো মেশিনের পানি জমিতে প্রবেশ করে আপাতত বীজ রোপন করছি।


পুরোনো সংবাদ

নীলফামারী 1137076070385658759

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item