বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে সৈয়দপুর পৌরসভা দল ফাইনালে উঠেছে


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের (অনুর্ধ্ব - ১৭) তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায়  সৈয়দপুর পৌরসভা দল  ৩ -০ গোলে বাঙ্গালীপুর ইউনিয়ন দলকে হারিয়ে ফাইনালে উঠেছে।

 বুধবার বিকেলে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে টূর্ণামেন্টের তৃতীয় দিনের খেলায় সৈয়দপুর পৌরসভা দল বনাম উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন দল পরস্পরের মুখোমুখি হয়। খেলায়  সৈয়দপুর পৌরসভা দল ৩-০ গোলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন দলকে হারায়।

তৃতীয় দিনের খেলায় সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল আলম রেফারির দায়িত্ব পালন করেন। 

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. গোলাম মোস্তফা  ও  আল-ফারুক একাডেমির সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুল মোত্তালেব সহকারি রেফারি  এবং বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস্ সালাম মন্ডল চতুর্থ রেফারি ছিলেন।

বৃহস্পতিবার (৩ জুন) টূর্ণামেন্টের চতুর্থ দিনের খেলায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন দল  বনাম খাতামধুপুর ইউনিয়ন দল অংশ নেবে।

এ ফুটবল টূর্ণামেন্টে সৈয়দপুর উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন দল এবং সৈয়দপুর পৌরসভা দলসহ ছয়টি দল অংশ নিচ্ছে। আগামী ৪ জুন  চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে ফুটবল টূর্ণামেন্টের পরিসমাপ্তি ঘটবে। 

উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (অনুর্ধ্ব - ১৭) শুরু হয়েছে গত সোমবার (৩১ মে)। ওই দিন বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  


পুরোনো সংবাদ

নীলফামারী 5531002851697986016

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item