কিশোরীগঞ্জ বিদ্যালয়ের মাঠ নস্ট করে অবৈধভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন


শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদাদাতা

নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখি মডেল উচ্চ বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের সামনের সড়কে  প্রায় দুই ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের সামনে মার্কেট নির্মাণ বন্ধ কর, করতে হবে, এ ম্লোগানে পাঁচ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। পরে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মার্কেট নির্মাণ বন্ধ কমিটির আহবায়ক ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসাইন মোঃ সায়েম, একই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজুল হাসান, উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সেক্রেটারী মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায় ও ছাত্রলীগের সভাপতি ময়নুল আরেফিন সপু প্রমূখ।  

বক্তাগণ বিদ্যালয় কতৃপক্ষের হটকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের ঐতিহ্যবাহী প্রাণের এ শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বিনষ্ট করতে দেয়া হবে না। বিদ্যালয়ের সামনে মার্কেট নির্মাণ করে অর্থ বানিজ্যের চেষ্টা করবেন না। ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে শিক্ষার পরিবেশ বজায় রাখুন। ধৃষ্টতা দেখিয়ে মার্কেট নির্মাণ কাজ অব্যাহত রাখলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। 

উল্লেখ্য, ওই বিদ্যালয়ের সামনের ৭টি মেহগিনি ও কাঠাঁল গাছ কেটে বর্তমান এডহক কমিটির সভাপতি বহুতল মার্কেট নির্মাণের ভিত্তি দেয়। শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের সৌন্দার্য রক্ষার্থে ও বাণিজ্যিকরণ বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যামে প্রতিবাদ জানায়। বিদ্যালয় সভাপতি দাম্ভিকতা দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়ায় সর্বস্তরের জনগণ ফুঁসে উঠে মার্কেট নির্মাণ বন্ধে মানববন্ধন করে কঠোর কর্মসূচির হুমকি দেয়।# 


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3748766318970687661

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item