সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার  আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।  শনিবার (৫ জুন) দিবসটি  উপলক্ষে  শহরের বিমানবন্দও সড়কে শহীদ স্মৃতি স্তম্ভ চত্বরে  এক  আলোচনা সভা, চারা রোপন ও  চারা বিতরণ  হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. নাসিম আহমেদ।

স্বেচ্ছাসেবী সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  মো. আল- মিজানুর রহমান,  সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা অধ্যক্ষ শাবাহাত আলী সাবু। 

 এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি বিথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, দপ্তর সম্পাদক কুরবান আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বিপু, কার্যকরী সদস্য  মো. মোকাররম, মোরসালিন সুমন,  ইয়াসিন আলী প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও নাসিম আহমেদ তাঁর বক্তব্যে পরিবেশের জন্য গাছের অপরিসীম প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত আহরণ ও দূষণের ফলে পরিবেশের  যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা আমাদের মানবজাতির জন্য ভয়াবহ দুর্ভোগ বয়ে আনছে। তাই এ পরিবেশ বিপর্যয়কে মোকাবেলায় সমগ্র বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, বন ধ্বংস, বন্যপ্রাণি শিকার, অপরিকল্পিত নগরায়নের ফলে বাংলাদেশের পরিবেশ আজ বিপর্যস্ত। বনভূমি উজাড় হওয়ায় হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণি। আর তাই বন ও বন্যপ্রাণি সংরক্ষণে সবাইকে এগিয়ে  আসতে হবে।                 


পুরোনো সংবাদ

নীলফামারী 7878169973578607639

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item