নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


নির্ণয়,নীলফামারী॥
উদ্বোধনী দিনে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে ডিমলা উপজেলা এবং বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টে নীলফামারী সদর উপজেলা জয় পেয়েছে। বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে ডিমলা উপজেলা ৩-২ গোলে নীলফামারী সদর উপজেলাকে হারিয়ে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপে নীলফামারী সদর ১১-০ গোলে ডিমলা উপজেলাকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে জয় পায়। 

 শনিবার(৫ জুন/২০২১) বেলা সাড়ে ১২টায় শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) লিজা বেগম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, নীলফামারী চেম্বারের সাবেক সভাপতি সফিকুল আলম ডাবলু প্রমুখ।  

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব ১৭)-এ ৭টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭)-এ ৭টি দল অংশগ্রহণ করছে। আগামী ১০জুন শেখ কামাল স্টেডিয়ামে জেলা পর্যায়ে পর্যায়ে বালক ও বালিকা দুই গ্রুপেরই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 5891264449630219672

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item