জলঢাকায় উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 
নীলফামারীর জলঢাকায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার  (৭ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ, প্লান বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রেশন আউটকাম (জানো) প্রকল্পের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না, জানো প্রকল্পের এফও বেলাল হোসেন, দীনেশ চন্দ্র বর্মন, খলিলুর রহমান, ও রুবা আকতার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার বদিউল আলম। পরে একই স্থানে ওয়েব পোর্টাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন পরিচালনা করেন আইসিটি স্পেশালিষ্ট কেয়ার বাংলাদেশ জানো প্রকল্পের আইসিটি স্পেশালিষ্ট শরিফুল কাদের। এসময় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ রাহুল রায় উপস্থিত ছিলেন।  এসময় সভাপতি ইউএনও  মাহবুব হাসান  মা ও শিশুর যেন পুষ্টিকর খাবারের অভাব না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও  পুষ্টি কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2755108688947238891

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item