করোনায় আক্রান্ত দিনাজপুর-১আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল


হাসান জুয়েল, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥
টিকা নেওয়ার দুই মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 


সোমবার বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে গত শুক্রবার জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে নমুনা দেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। শনিবার মেডিক্যাল সেন্টার থেকে জানানো হয় তিনি করোনা পজিটিভ। 


তিনি জানান, গতকাল শরীরে জ্বর ও ব্যথা অনুভব করলেও এখন আর জ্বর নেই। বর্তমানে তিনি মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলের ৬ নম্বর ভবনের ৩০২ নম্বরে অবস্থান করছেন।


জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম করোনা টিকা গ্রহণ করে প্রথম ধাপের টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল। এরপর গত ৮ এপ্রিল তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর প্রায় দুই মাস পর গত শনিবার (৫জুন) তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।


পুরোনো সংবাদ

হাইলাইটস 9054920268226639333

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item