ডোমারে প্রধান শিক্ষক এমদাদুল হক দুলু’র জানাজা সম্পন্ন


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে গোমনাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক দুলু’র জানাজা সম্পন্ন হয়েছে। তার অকাল মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িলে পড়লে শিক্ষক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।

সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা - - - রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৫৫) বছর। তিনি পৌর এলাকার ছোটরাউতা প্রশিকা পাড়া গ্রামের হেজার উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় পাঠানপাড়া জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে পার্শ্বে কবরে তার দাফন কাজ সম্পন্ন হয়। তার জানাযায়, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, সহকারী শিক্ষা অফিসার রাকিবুল হাসান, আব্দুস সামাদ, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী মানিক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, সহকারী শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক উৎপল, সাবেক সভাপতি শরিফুল ইসলাম মানিকসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। জীবদদশায় তিনি গোমনাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাঠানপাড়া জামে মসজিদের সহ-সভাপতি হিসাবে দায়ীত্ব পালন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে ও ২টি নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। দোয়া পরিচালনা করেন, ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোসলেহুউদ্দিন শাহ। মরহুমের ছোট ছেলে ইসরাত খান লেলিন পিতার বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আত্নীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4773716689115943913

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item