ডিমলায় এসডিজি বাস্তবায়ন ও কমিউনিটি প্রত্যাশা বিষয়ে সংবাদ সম্মেলন


জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহণ শীর্ষক প্রকল্পের এসডিজি অর্জনে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও কমিউনিটির প্রত্যাশা বিষয়ে  নীলফামারীর ডিমলা উপজেলার স্থানীয়  বিভিন্ন প্রিন্ট ও অনলাইন ভার্সন পত্রিকার সাংবাদিকদের নিয়ে কৃষকদের  জন্য কৃষি ঋণ সহজে পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৮-জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে 'গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প' অক্সফাম ইন বাংলাদেশ ও সেন্টার ফর পলিসি (সিপিডি) এর যৌথ সহযোগিতায় পল্লীশ্রীর আয়োজনে এই কৃষি ঋণ বিষয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।


নীলফামারী জেলা নেটওয়ার্কের সহ-সভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে ও পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সঞ্চালনায় এতে স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অধিকার নিশ্চিত করতে টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) সম্পর্কিত সরকারি নীতি ও কার্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়নে বিপদাপন্ন ও প্রান্তিক জনগোষ্ঠী, সুশীল সংগঠন কমিউনিটি ভিত্তিক শক্তিশালী করার উদ্দ্যেশে জনসচেতনতা মূলক বক্তব্য দেন, জেলা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, উপজেলা তাঁতী লীগের সভাপতি ও মানবাধিকার নেত্রী জাহানারা বেগম প্রমুখ।


সংবাদ সম্মেলনে নিরীক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন, উপজেলা যুব নেটওয়ার্কের সভাপতি ও সিবিও নেত্রী শিউলি বেগম এবং সিবিও নেত্রী শিল্পী বেগম। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5369161695035250425

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item