নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ


নির্ণয়,নীলফামারী॥
গত বছরের তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ডিমলা উপজেলার ৪টি ইউনিয়নের ৩৫০টি পরিবারের মাঝে সমাজসেবা কল্যান ট্রাষ্টের অধিনে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  বুধবার(১৬ জুন/২০২১) দুপুরে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার।  

উদ্বোধনী অনুষ্ঠানে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৮৮টি পরিবারের প্রত্যেক পরিবারকে চার হাজার টাকা হিসেবে সাত লাখ ৫২ হাজার টাকা দেওয়া হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারমান তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।

ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার জানান, তিস্তার ভাঙ্গনে নিঃস্ব পরিবারগুলোকে সমাজসেবা কল্যান ট্রাষ্টের আওতায় প্রত্যেক পরিবারকে চার হাজার টাকা হিসেবে ১৪ লাখ টাকা প্রদান করা হচ্ছে। ক্ষতিপুরণ পাচ্ছেন ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ১৮৮ পরিবার, টেপাখড়িবাড়ী ইউনিয়নে ১১৭ পরিবার, খগাখড়িবাড়ী ইউনিয়নে ২৩ পরিবার এবং খালিশা চাপানী ইউনিয়নে ২৪টি পরিবার। #


পুরোনো সংবাদ

নীলফামারী 8263025406760661348

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item