নীলফামারীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কার পেলেন ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীতে জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভায় পুরস্কার পেলেন ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমার থানার হলরুমে সকল কর্মকর্তাগণ পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

নীলফামারী পুলিশ সুপারের কার্যাালয়ের কনফারেন্স হলরুমে গত সোমবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম) মহোদয়ের সভাপতিত্বে সভাটি শুরু হয়। এতে ২০২১ সালের ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল ও মে মাসের অপরাধ বিষয়ক কৃতিত্বপূর্ণ কাজের জন্য প্রদত্ত পুরস্কার হিসাবে ডোমারের মাদক সম্রাট রুপার স্বামী চিহিৃত মাদক কারবারি মিজানুর রহমান হত্যা মামলার রহস্য উৎঘাটন ও ৭২ ঘন্টার মধ্যে হত্যাকেন্ডর সাথে জড়িত মূল আসামি গ্রেফতার সংক্রান্তে ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়কে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য জেলার বিভিন্ন থানার ০৮ জন অফিসারকে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর (সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার আফজালুল ইসলাম সহ নীলফামারী জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই সহ জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 2437767207057421128

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item