সৈয়দপুরে বিদ্যূৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে নার্গিস বেগম (২৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর জিয়ার বাজার এলাকায়  এ দূর্ঘটনাটি ঘটে।   জানা গেছে, বোতলাগাড়ী ইউনিয়নের উল্লিখিত এলাকার আব্দুল বাকীর স্ত্রী নার্গিস বেগম। দুই সন্তানের জননী ওই গৃহবধূ। শুক্রবার দুপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে বাড়ির বারান্দায় থাকা বিদ্যূতের সুইচবোর্ডে পানি ঢুকে তা পুরো বারান্দা বিদ্যূতায়িত হয়ে পড়ে। আর এ সময় তিনি (গৃহবধূ) বাড়ির টিনের বারান্দার হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশটি সৈয়দপুর থানায় নিয়ে আসেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  মো. আতাউর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


পুরোনো সংবাদ

নীলফামারী 7875265096165162964

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item