সৈয়দপুর পৌরসভার চাঁদনগরে পাম্প হাউজের উদ্বোধন


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চাঁদনগর এলাকায় নবনির্মিত পাম্প হাউজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুন) বিকেলে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী পাম্প হাউজের নামফলকের উন্মোচন মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন।

  এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুস সালাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুল ইসলাম মিন্টুসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

 উল্লিখিত স্থানে পাম্প হাউজটির নির্মাণের ফলে আশেপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকার পৌরবাসী  নিরাপদ পানি সরবরাহ পাবেন। এতে করে এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা অনেকাংশে দূর হবে। 

 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের থানা গ্রোথ সেন্টার প্রকল্পের আওতায় ওই পাম্প হাউজটি নির্মাণ করা হয়েছে। এতে প্রাক্কলিত ব্যয় ছিল ৩৫ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিফতর এটি বাস্তবায়ন করেছে।


পুরোনো সংবাদ

নীলফামারী 1297376436914704280

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item