নীলফামারীতে ৭২৯জন শিক্ষার্থী পেল বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনীর বই


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারী সদর উপজেলায় ৭২৯ শিক্ষার্থী পেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র বই। আজ মঙ্গলবার(১৫ জুন/২০২১) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় ওই বই প্রদান করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কমকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে বক্তৃতা দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. রাশেবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির জেলা সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী চৌধুরী, উন্নয়ন সংস্থা ইএসডিওর জানো প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক দুলাল চন্দ্র বর্মন প্রমুখ।

ইএসডিওর জানো (জয়েন্ট একশন ফর নিউট্রেশন আউটকাম) প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক দুলাল চন্দ্র বর্মন জানান, প্রকল্পের অধীনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৮১টি বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্য, পুষ্টিসহ বিভিন্ন প্রতিযোগীতায় ৭২৯ বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র বই প্রদান করা হয়।#


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2974273026849043206

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item