ডোমারে ১০০ জন পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ


নির্ণয়,নীলফামারী॥
“সোনালী আঁশের সোনালী দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ শ্লোগানে জেলার ডোমার উপজেলায় ১০০জন পাট চাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার(১৫ জুন/২০২১) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় বস্ত্র ও পাট মন্ত্রনালয় ও ডোমার উপজেলা পাট অধিদপ্তর যৌথভাবে  প্রশিক্ষণের আয়োজন করে। সকাল ১০ টার দিকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পাট কর্মকর্তা এ টি এম তৈয়বুর রহমান।

উপ-সহকারী পাট কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাকিবুল হাসান চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল বারী, ডোমার প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমুখ।  

আয়োজকরা জানায়, উন্নত প্রযুক্তি ও সঠিক নিয়মে পাট চাষ ও পাটের জাগ দেওয়াসহ (পানিতে পছানো) বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 7113497584773036616

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item