সৈয়দপুরে ফাইলেরিয়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুরত আলী বাবু’র ইন্তেকাল


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জাপা (এ) সৈয়দপুর উপজেলা শাখার নেতা ডা. সুরত আলী বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় মৃত্যৃবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙক্ষীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। 

ওই দিনই বাদ আছর উপজেলার  ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের বটতলী ঈদগাহ্ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব্ মো. শওকত চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহার বেবী, জাপা নেতা শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, মো. আলতাফ হোসেন, জিএম কবির মিঠু, জাতীয় শ্রমিক পার্টির নেতা মনসুর আলী প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 5219762801597242376

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item