রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে সৈয়দপুর প্রেস ক্লাবের স্মারকলিপি


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থার ঘটনার সুষ্ঠু তদন্ত  ও বিচার এবং তাঁর নামে দায়েরকৃত হয়রানিমূলক  মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  (২০ মে) সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়। 

গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হকের নেতৃত্বে  ক্লাবের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। এ সময়  তারা প্রধানমন্ত্রী বরাবরে  একটি স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ স্মারকলিপিটি গ্রহন করেন।

 এর আগে সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্থা, হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সৈয়দপুর প্রেস কা¬বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 সিনিয়র সাংবাদিক আমিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাজী জাহিদ, নজরুল ইসলাম, নজির হোসেন নজু, তোফাজ্জল হোসেন লুতু, এম ওমর ফারুক, মেহেরুন্নিসা, গোপাল চন্দ্র রায়, আনোয়ার হোসেন প্রামানিক,  মিজানুর রহমান মিলন. আখতারুল ইসলাম মৃধা প্রমূখ।                           


পুরোনো সংবাদ

নীলফামারী 2070540083981357909

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item