ডোমারে প্রধানমন্ত্রী উপহার পেল মুচি সম্প্রদায়ের ১৮ পরিবার


নির্ণয়,নীলফামারী॥
করোনার কারণে মুচি সম্প্রদায়ের আয় উপার্জন কমে যাওয়ায় অভাবগ্রস্থ হয়ে পড়েছে। তাই প্রান্তিক এই জনগোষ্ঠীর গরিব, দুঃস্থ মুচি সম্প্রদায়ের ১৮ পরিবারের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(২০ মে/২০২১) বিকাল ৪টার দিকে নীলফামারীর ডোমার  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রমূখ উপস্থিত ছিলেন। 

প্রতিজনের খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, ভোজ্য তেল এক লিটার, চিনি এক কেজি, ডাল এক কেজি, সেমাই দুই প্যাকেট। প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার উপহার পেয়ে বেজায় খুশি দরিদ্র এ মানুষেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, দেশের কোন মানুষ যেন না খেয়ে থাকে এ জন্য হতদরিদ্র মানুষ খুঁজে বের করে তাদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুচি সম্প্রদায়ের ১৮ জনকে প্রধানমন্ত্রী উপহার তুলে দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। #


পুরোনো সংবাদ

নীলফামারী 1435029615746167535

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item