হরিদেবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরন


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীরঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ ৫ শত হত দরিদ্র পরিবারে মাঝে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার দেওয়া ৫০০ টাকা (২৫,০০,০০০) টাকা মানবিক সহায়তা বিতরন কর্মসূচী উােধন করা হয়েছে। ৪ঠা মে ২০২১ইং রোজ মঙ্গলবার সকাল ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ মাঠে সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ শতাধিক পরিবারের মাঝে জনপ্রতি ৫০০ টাকা বিতরন করে উক্ত কর্মসূচী বিতরন করেন। অত্র হরিদেবপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান (দূর্যোগ ব্যবস্থাপনা শাখা), ট্রাগ অফিসার আবুল কালাম আজাদ (সহকারী উপজেলা শিক্ষা অফিসার)। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউনিয়নের সচিব আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য জুয়েল রানা, তিুত মিয়া, মোজাহার আলী, চান মিয়া, গোলজার রহমান, সাইয়াদুল ইসলাম, শওকত হোসেন যাদু, রেজাউল করিম দাদুল, তাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রনজিনা আক্তার আদুরী, লিভা রানী, এসমোতারা, সহকারী সচিব তোজাম্মেল হক, উদ্যোক্তা লাভলী রানী ও মোকলেছার রহমান সহ গনমাধ্যমকর্মী এবং সুধীবৃন্দ। উক্ত মানবিক সহায়তা বিতরন কর্মসূচী উদ্ধোধন পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা ইউনিয়নের জনসংখ্যার আনুপাতিক হারে অনেক কম। এ ইউনিয়নের ভোটার সংখ্যা ২৭ হাজার হলেও বসবারের জনসংখ্যা প্রায় লক্ষাধিক। তবুও দেশের এই করোনার মহামারি দূর্যোগ মূর্হুর্তে আমার ইউনিয়নের হত দরিদ্র জনগোষ্ঠীকে পূর্নবাসনের যে মানবিক সহায়তা প্রদান করেছেন, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। চেয়ারম্যান ইকবাল হোসেন আশা প্রকাশ করে আরও বলেন এই কর্মসূচী অব্যাহত রেখে জনসংখ্যার আনুপাতিক হারে বরাদ্দের পরিমান বৃদ্ধির জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান। 


পুরোনো সংবাদ

রংপুর 4824602412832590190

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item