সৈয়দপুরে নদীর খনন কাজ উদ্বোধন করলেন পানি সম্পদ সচিব


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারীর সৈয়দপুরের ঘৃণাই করতোয়া নদীটির খনন কাজ শুরু করা  হয়েছে। আজ শুক্রবার(৩০ এপ্রিল/২০২১) বেলা ১১টা দিকে পানি স¤পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার খনন কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, উত্তরাঞ্চলের পানি উন্নয়নের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, তত্ত্বাবোধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, সৈয়দপুর পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজার রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম প্রমুখ।  

উদ্বোধন শেষে সচিব কবির বিন আনোয়ার গণমাধ্যমকে বলেন, ম্যানেজমেন্টের অভাবে আমরা উপরি ভাগের পানি ধরে রাখতে পারি না। অথচ আল্লাহপাক অনেক দিয়েছেন। মূলত এই খনন কাজ হবে ইরিগেশন, নৌপথ খুলে দেয়া, গ্রাউন্ড ওয়াটার রিচার্স করা, মাছ চাষ, প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা। আমি মনে করি এটাই ডেল্টা প্লানের ফাউন্ডেশন।

সংশ্লিষ্টরা জানান ঘৃণাই করতোয়া নদীটির উৎপত্তি সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের দলবাড়ি বিল থেকে। ৮৩ কিলোমিটার দৈর্ঘ্য এ নদীটি রংপুর-দিনাজপুর জেলার সীমানায় রয়েছে। সৈয়দপুর থেকে উৎপত্তি হয়ে পার্বতীপুর, বদরগঞ্জ, মিঠাপুকুর ও নবাবগঞ্জ সীমানা দিয়ে নবাবগঞ্জের ভোটারপাড়া নামক স্থানে মূল করতোয়া নদীর সাথে মিলিত হয়েছে।

দেশের ৬৪ জেলার অভ্যান্তরিন ছোট নদী, খাল ও জলাশয় পূণঃখনন প্রকল্পের আওতায় এ নদীটি খনন কার্যক্রম শুরু হলো।  নদীটির প্রথম অংশের ৩৫ কিলোমিটার খননের ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৭৫ লাখ টাকা। যা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে কার্য স¤পাদন হবে। মেসার্স নিয়াজ ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান খনন কাজটি করছেন।#


পুরোনো সংবাদ

হাইলাইটস 2988910374794119609

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item