ডোমারে বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মজনু’র রাষ্ট্রিয় মর্যাদায় দাফন


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা, কবি ও সাংবাদিক গোলাম কিবরিয়া মজনু’র রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাজার নামাজ শেষে তাকে বাবা ও মায়ের কবরের পার্শ্বে দাফর করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষথেকে নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার আব্দুল জব্বার, নুরননবী কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। পরে জেলা পুলিশের একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করেন। 

উল্লেখ্য- গোলাম আজিজ ও জয়নব নাহার ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বিশিস্ট সাংবাদিক মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মজনু গত সোমবার দুপুরে ঢাকা মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর। তিনি ডোমার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মরহুম গোলাম আজিজ এর ৩য় পুত্র ও ভাষা সৈনিক গোলাম রাবাবানি বুলবুল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাউলা’র ভাই। তার জানাজায়, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, গোলাম মোস্তফা, শমশের আলী, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমিন রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 8826257788902952329

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item