সুন্দরগঞ্জে তিন মাদক সেবীর কারাদন্ড


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩ মাদক সেবনকারীকে ১৫ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ-আল-মারুফ এ আদেশ দেন। ভ্রাম্যমান আদালতে কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালিরখামার গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে রাজু মিয়া (৩৫), শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের মৃত কছর আলীর ছেলে ফরিদ মিয়া (৩৬) ও চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৮)। জানা যায়, ১০ এপ্রিল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাঁজা সেবনকালে ৩ জনকে আটক করা হয়। এসময় গাঁজার পুড়িয়া, গাঁজা সেবনের উপকরণ জব্দ করা হয়। অভিযানে অন্যান্যদেও মধ্যে অংশ নেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাকিলার রহমান, শাহ আলম, মামুন উর রশিদ, সিপাহী নাসির উদ্দিন, আরিফুল ইসলাম ও সুন্দরগঞ্জ থানা পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ এ তথ্য জানান।


পুরোনো সংবাদ

নির্বাচিত 1584475341392310550

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item