হরিপুরে ১৫ দিনে ১ মণ ফুলকপিতে নাই ২ হাজার টাকা

 


জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় গত ১৫ দিন আগে ১ মণ ফুলকপি বিক্রি করত ২৫ থেকে ২৮ শ টাকা দরে । বতর্মানে ফুলকপি প্রতি মণে বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ টাকা দরে। গত ১৫ দিনে ১ মণ ফুরকপিতে ২ হাজার টাকা দর কমেছে। এতে ফুলকপি চাষীরা ফুলকপি চাষ করে লাভের পরিমাণ কমেছে।

 কাঠালডাঙ্গীবাজারের ২৩ শে নভেম্বর সকালে ব্যবসায়ীদের কাছে ফুলকপি চাষীরা ফুলকপি বিক্রি করার সময় তাদের সাথে কথা বলে জানা যায়, গত ১৫ থেকে ১৮ দিন আগে ১মণ ফুলকপি বিক্রি হতো ২৫ থেকে ২৮শ টাকা দরে কিন্ত বর্তমানে ১ মণ ফুলকপি বিক্রি হচ্ছে ৫শ থেকে ৬শ টাকা দরে।

সামনের দিনগুলোতে আরো দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেনএই অঞ্চলের ফুলকপি চাষীরা।

ফারুক হোসেন নামে এক ফুলকপি ব্যবসায়ী জানান, দিন যতো যাচ্ছে ফুরকপির দাম তত কম হবে। এখন আগের চেয়ে অনেক ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে তাই বর্তমানে ফুলকপির দাম কমে গেছে।

এবিষয়ে হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার বলেন, দিন দিন ফুলকপির আমদানি বেশি পরিমাণে হওয়ার কারণে ফুরকপির দাম কমে গেছে। তবে যখন ফুলকপির আমদানি কমে যাবে তখন আবারও দাম বেশি হবে।

চলিত ফুলকপি মৌসুমে এই উপজেলায় ফুলকপি চাষ করা হয়েছে ১৭০ থেকে ২০০ হেক্টর। 


পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5511149377097493875

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item