জলঢাকায় নির্যাতন বিরোধী গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নীলফামারীর জলঢাকা উপজেলায় গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে পৌরসভার মুদিপাড়া কেন্দ্রীয় হরি ও দুর্গা মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি লিটন কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অনিল কুমার রায়, 

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়, জলঢাকা পৌর শাখার সভাপতি ও প্রধান শিক্ষক  জ্যোতিশ চন্দ্র রায়, উপজেলা শাখার অর্থ সম্পাদক প্রভাষক গনেশ চন্দ্র রায়, পৌর সম্পাদক প্রভাষক সুমন সরকার, শ্রমিক নেতা তুলিপ চন্দ্র রায়, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, অধীর চন্দ্র রায়, রুহিনী কান্ত রায়, সুশীল চন্দ্র রায়, উদয় শংকর মহোন্ত, নন্দ লাল রায়, অমল চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রঞ্জিত রায়। এসময় বক্তাগণ সরকারের নিকট দেশের বিভিন্ন স্থানে চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবান জানান।      


পুরোনো সংবাদ

নীলফামারী 993875587946878625

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item