কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রংপুর কোতয়ালী থানার আলোচনা সভা অনুষ্ঠিত


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
  জনতায় পুলিশ-পুলিশই জনতা, “ মুজিব বর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হলো রংপুর কোতয়ালী  সদর থানা কমিউনিটি পুলিশিং ডে-২০২০। এ উপলক্ষ্যে শনিবার ৩১শে অক্টোবর বিকাল ৩ টায় সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউপি ভবনে অবস্থিত কোতয়ালী সদর থানার ক্যাম্পাসে কোতয়ালী সদর এবং কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটি আয়োজন করেন এক আলোচনা সভার ।  এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন। কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) বাবলু কুমার রায় এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (এসআই)  আনিছুর রহমান আনিছ, পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির, সাংবাদিক মহিউদ্দিন সহ কোতয়ালী সদর থানার পুলিশ সদস্যরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবার রহমান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ, সমাজ সেবক বাদশা আলমগীর ও পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম সহ বিশিষ্টজনরা । অনুষ্ঠানের শুরুতে কোতয়ালী সদর থানার কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল ওয়াব বিএসএ মৃত্যুতে  শোক পালন করা হয় এবং বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইডি দেবদাস ভট্টাচার্যের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। তিনি বক্তব্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 


পুরোনো সংবাদ

রংপুর 2557368690011336612

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item