নীলফামারীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ




ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥
শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নীলফামারীতে ২৫০ জন দুঃস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়ছে। শনিবার(২৪ অক্টোবর/২০২০) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালিবাড়ি মন্দির কমিটির উদ্যোগে ওই বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বস্ত্র হাতে তুলে দেন। 

এসময় মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা প্রমুখ। 

মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় জানান, মন্দিরের ভক্তদের আর্থিক সহযোগিতায় ১৩০ টি শাড়ী, ১০০টি লুঙ্গি ও ২০টি থ্রি পিসসহ মোট ২৫০ জন দুস্থের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়। #


পুরোনো সংবাদ

নীলফামারী 7393471792793192460

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item