ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন


হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: 

দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রতিবাদি অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, সাম্প্রতিক কুড়িগ্রাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, প্রত্যয় কুড়িগ্রাম, মহিলা পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূক্ত ১০টি সংগঠন অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক মানিক চৌধুরী, সোলায়মান বাবুল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, মোনাব্বর হোসেন মিন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ফাল্গুনি তরফদার, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুব্রতা রায় প্রমুখ। 

এসময় বক্তারা দেশব্যাপী সকল ধর্ষণ ও নারী নিপীড়নকারীদের দ্রুত গ্রেফতারকরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান। পাশাপাশি নারী নিপীড়নের প্রতিবাদে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 4135402614528940355

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item