সৈয়দপুর উপজেলার কামারপুকুরে কফি চাষের উদ্বোধন


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

 নীলফামারীর সৈয়দপুর  উপজেলার কামাপুকুর ইউনিয়নে কফি চাষ শুরু হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে কামারপুকুর বাজার সংলগ্ন এলাকার একটি বাগানে ওই কফি চাষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামার বাড়ি ঢাকা’র পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ মো. আসাদুল্লাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগানে একটি কফি গাছের চারা রোপন করে কফি চাষের শুভ উদ্বোধন করেন।

 এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিাচলক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. মনিরুজ্জামান, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. মাজেদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. আখতারুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কামরুল হাসান, সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা, কৃষিবিদ মো. সালাহউদ্দিন, উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান, কামারপুকুর ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাসুদেব দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান আশাসহ কৃষি বিভাগের বিভিন্নস্তরের কর্মকর্তা ও কামারপুকুর কৃষি ব্লকের কৃষকরা উপস্থিত ছিলেন।

 সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদফতরের  বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন (২য় সংশোধনী) প্রকল্পের আওতায় কফি বাগান সৃজনের লক্ষ্যে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর ব্লকের ওয়াসিক আহমেদ খান ও আয়াশ ওয়ারিশ খানের পাঁচ একর জমিতে কফি চাষের উদ্যোগ গ্রহন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের সংশ্লিষ্ট কামারপুকুর ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. আসাদুজ্জামান আশা ওই জমির স্বত্তাধিকারীদের কফি চাষে উদ্ধুদ্ধ করেন।                         


পুরোনো সংবাদ

নীলফামারী 5071766276684762544

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item