সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ১৫০ দরিদ্র পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর)  স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি  সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ দরিদ্র পরিবারের সদস্যদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

 এ সময়  অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী,সচিব মো. ফেরোজুল শাহ্, ইউপি সদস্য এছাউল হক, মো. রাজা, মোছা. মঞ্জুয়ারা, সমাজসেবক মো. ফেরাজুল হক ফেরাজ ও বুলবুল চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ১৫০ দরিদ্র পরিবারের মধ্যে  কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান, ব্লিচিং  পাউডার, হ্যাক্সিসল ও ব্যাগ।                                    


পুরোনো সংবাদ

নীলফামারী 5090175294442184383

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item