খুদে বিতার্কিকদের খুঁজছে 'শিক্ষানগরী সৈয়দপুর'


অবলোকন নিউজঃ
অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে এবার সৈয়দপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দপুরের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। শিক্ষানগরী সৈয়দপুরের কতৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিতর্কে পারদর্শী নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের ০৪ ই সেপ্টেম্বরের মধ্যে সংগঠনটির অফিসিয়াল পেজে যোগাযোগ করতে বলা হয়েছে। ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শিক্ষানগরী সৈয়দপুরের বহুল কাঙ্ক্ষিত বিতর্ক প্রতিযোগিতা। তবে করোনা ঝুকির কারনে এবার সীমিত পরিষরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কিন্তু বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সৈয়দপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে বৃহৎ পরিসরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার কথা জানায় শিক্ষানগরী সৈয়দপুর কতৃপক্ষ। এর আগে গত ২৩ ই আগস্ট শিক্ষানগরী সৈয়দপুরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসে সংগঠনটির পক্ষ থেকে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার ঘোষনা দেওয়া হয়। বিতর্ক প্রতিযোগিতার ব্যাপারে শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকন জানান, 'আমাদের এবারের বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দপুরের মাধ্যমিকের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বিতর্কে অংশ নেওয়ার জন্য প্রত্যেককে অবশ্যই অডিশনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। সেক্ষেত্রে আমাদের দেওয়া বিষয়বস্তুর উপর আগ্রহী প্রতিযোগিকে ৩ মিনিটের একটি ভিডিও বার্তা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।'প্রসঙ্গক্রমে, ২০১৫ সালে ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করা শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে এখন পযন্ত সৈয়দপুরে সাধারণ জ্ঞান, মেধা অন্বেষন, আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ, গজল ও গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারে সৈয়দপুরের জনপ্রিয় এই সংগঠনটির উদ্দ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষানগরী সৈয়দপুরের এসব প্রতিযোগিতামূলক আয়োজনের মধ্য দিয়ে সৈয়দপুরের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2380566453293208701

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item