নীলফামারীতে করোনা শনাক্ত এক হাজারে ছাড়ালো- সুস্থ্য ৯৫৩


 ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারী জেলায় কোভিড-১৯ রোগীর আক্রান্তর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। নতুন করে আরো ১৫ জন করোনা আক্রান্ত হওয়ায় এ নিয়ে শনাক্তের সংখ্যা  ১ হাজার ৮জনে দাঁড়িয়েছে বলে আজ শনিবার(১৯ সেপ্টেম্বর/২০২০) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মো. জাহাঙ্গীর কবির। 

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮ জন হলেও সুস্থ্য হয়েছেন ৯৫৩ জন, চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন, তার মধ্যে ৩২ জন হোম কোয়ারান্টাইনে ও মৃত্যুবরন করেছেন ২০ জন। মৃত্যুবরনের মধ্যে জেলা সদরে ৭ জন, সৈয়দপুর উপজেলায় ৬ জন, জলঢাকা উপজেলায় ৫ জন, কিশোরীগঞ্জ ও ডোমার উপজেলায়  ১জন করে। 

সংশ্লিষ্ট সুত্র মতে, গতকাল শুক্রবার(১৮ সেপ্টেম্বর/২০২০) রাতে ঢাকা পিসিআর হতে প্রাপ্ত রির্পোটে নতুন করে ১৫ জন করোনা আক্রান্ত হয়।  নীলফামারী সদরের ১২ জনের মধ্যে জেলা শহরের টুপির মোড় এভারগ্রীন বিডি লিঃ এর দুইজন যথাক্রমে- পারভীন খাতুন(২৯), তহমিনা বেগম(৫৭), উত্তরা ইপিজেডের ম্যাজেন বিডি লিঃ এর মোস্তাফিজুর রহমান(২৪), জেনারেল হাসপাতালের ডাঃ তাবাসসুম(২৮), পাঁচমাথা মোড়ের মোশারফ হোসেন(৫০), পূর্ব কুখাপাড়া এলাকার ফরিদুল ইসলাম(৪৮), থানাপাড়া এলাকার নাজমিন(৩৬), ফুড অফিস পাড়ার সুমিইয়া ইসলাম(২৯), বড় বাজার এলাকার এরশাদ আলী খান(২০), কচুয়া লক্ষীচাপ এলাকার ছাব্বির আলী(৪৪), পল্লী বিদ্যুৎ অফিসের দুুদু মিয়া(২৮), টেক্সটাইল এলাকার মোস্তাফিজার(৫৫)। ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার সাদিয়া অরিন(২৭)। কিশোরীগঞ্জ উপজেলার কেশবা এলাকার আব্দুল লতিফ(৪৮) ও সৈয়দপুর উপজেলা ১ জন হলো মনিরুজ্জামান(৪০)। 

পুরোনো সংবাদ

হাইলাইটস 3142494623363888779

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item