জলঢাকায় আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত


মর্তুজা ইসলাম , জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তজার্তিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে "কোভিড ১৯ঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের  ভুমিকা শীর্ষক" এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি অফিসার শাহ মোঃ মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুল হক সেনিন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা প্রোগাম অফিসার কবিতা খানম প্রমুখ। সভায় ইউএনও মাহবুব হাসান বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই জলঢাকা উপজেলার প্রায় ১৮ হাজার অক্ষরহীন মানুষকে সাক্ষর জ্ঞান সম্পন্ন করতেই ৩ শত উপানুষ্ঠানিক স্কুল খোলা হয়েছে। এতে ৬শত শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেয়া হয়েছে। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে এই উপানুষ্ঠানিক স্কুলগুলো চালু করার কথা জানান তিনি। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।                                    

পুরোনো সংবাদ

নীলফামারী 8404034398636572924

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item