পাগলাপীরে সাদ এরশাদ এমপির উদ্যোগে মুজিব বর্ষে বৃক্ষের চারা রোপন ও বিতরন


হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশততম বার্ষিকী ২০২০ “মুজিব বর্ষ” উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন ও বিতরন কর্মসূচির আওতায় রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ও এরশাদ পুত্র রাহগীল আল মাহী সাদ এরশাদ এমপির উদ্যোগে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে বিভিন্ন জাতের বৃক্ষেরু ৯’শ চারা গাছ রোপন ও বিতরন করা হয়। মঙ্গলবার সকাল ১১ টায় পাগলাপীর স্কুল ও কলেজ সহ ২৫টি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ,কবরস্থান, মন্দির,মন্ডব, হরিসভা, হরিবাসর, মহাশ্মসানে রোপন  ও বিতরন করা হয় বিভিন্ন জাতের ফলমুল ও ঔষধী গাছ-গাছলার চারা। উক্ত বৃক্ষ রোপন ও চারা গাছ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাগলাপীর হরিদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মজিফল ইসলাম, নওশাদ আলী, আজিজুল ইসলাম, তাজুল ইসলাম, লাল মিয়া, সোহেল,  সদর উপজেলার জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আসাদুজ্জামান টিটু ও যুবসংহতি নেতা  বিশিষ্ট গালামাল ব্যবসায়ী ফিরোজ হোসেন ফিরিজুল। সৌজন্যমূলক সাক্ষাতে সদর উপজেলার জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আসাদুজ্জামান টিটু সাংবাদিক কে বলেন এই সব রোপন ও বিতরনকৃত বিভিন্ন জাতের বৃক্ষের চারাগাছ পরিচর্যা করলে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের মানুষ নানা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা, রোগ বালাই সহ ফলমুলের চাহিদা পূরনের পাশাপাশি এর ডালপালা দিয়ে জ্বালানী কাঠ হিসেবে তারা ব্যবহার করে লাভওবান হতে পারবে বলে আশা প্রকাশ করেন। এজন্য তার সংগঠনের পক্ষ থেকে সাদ এরশাদ এমপিকে প্রানঢালা শুভেচ্ছা অভিনন্দন জানান এবং এমপির উত্তোরাত্তর সাফল্য কামনা করেন তিনি।  


পুরোনো সংবাদ

রংপুর 7020561708618429856

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item