সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ফেকুর মায়ের ইন্তেকাল


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আকতার হোসেন ফেকু’র মাতা হাজেরা খাতুন বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার শহরের পুরাতন মুন্সিপাড়াস্থ নিজবাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . .  রাজিউন)। তিনি বেশকিছু দিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। 
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর সৈয়দপুর  মহিলা ডিগ্রী কলেজ  মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, মরহুম হাজেরা খাতুন ছিলেন সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং শহরের শেরে বাংলা সড়কের মেসার্স আসিফ হার্ডওয়্যারের স্বত্ত্বাধিকারী মো. আশরাফ হোসেন মাতা  এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও চামড়া ব্যবসায়ী মো. সরফরাজ মুন্না’র শ্বাশুড়ী।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পৌরসভার সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ নেতা ও সৈয়দপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, ব্যবসায়ী আলহাজ্ব মো. আজমল সরকার ও  মিজানুর রহমান লিটন, উপজেলা যুব লীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান, সৈয়দপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহসিন মন্ডল মিঠু প্রমূখ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

পুরোনো সংবাদ

নীলফামারী 2317381516751593646

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item