তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউপি সদস্য রকনুজ্জামানকে সাময়িক বরখাস্ত

তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. রকনুজ্জামান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১)থ অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক গত ১৮ আগস্ট, ২০২০ তারিখে ৭৯৭ নং স্মারকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী ব্যক্তি কবিরুল অপরাধীর অপরাধের উচিত শাস্তি দেয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আমার মনে তৃপ্তি দিয়েছে জানান দিয়ে  ধন্যবাদ জানিয়েছন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, যে অপরাধ করবে তার কোন ছাড় দেয়া যাবেনা। আমরা সরেজমিনে তদন্ত করে যা পেয়েছি তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করেছি আর তারই ফলশ্রুতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ ব্যবস্থা গ্রহন করেছে।


পুরোনো সংবাদ

পঞ্চগড় 3452014998655324858

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item