কুড়িগ্রামে স্বামীর দায়ের কোপে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: 


কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে অানোয়ারা বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯ টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ হলেন,  ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ও পুলিশ জানায়, সংসারের অভাব-অনটন নিয়ে আগে থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো।  শুক্রবার রাতের খাবার শেষে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে এক পর্যায়ে দু’জনেই ঝগড়া বিবাদের জড়িয়ে পড়েন। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নজির হোসেন দেশীয় অস্ত্র দা দিয়ে তার স্ত্রী আনোয়ারা বেগমের ঘাড়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন ঘাতক নজির হোসেন বেঁধে রেখে পুলিশের কাছে সোপর্দ করেন।


ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে।  ঘটনায় অভিযুক্ত নজির হোসেনকে  আটক করা হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 6750205324046145481

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item