শোক মাসের কর্মসূচিতে নীলফামারীতে কৃষক লীগের মৌসুমী ফল পেল ৫০ এতিম শিশু


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারী জেলা কৃষক লীগের উদ্যোগে ৫০ জন এতিম শিশুর মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ শনিবার(২৯ আগষ্ট/২০২০) সকাল ১১টায় ফল বিতরণ ছাড়াও বৃক্ষরোপন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।

এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ লুৎফল বারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা কৃষক লীগের সহসভাপতি আজাহারুল ইসলাম, উমাপদ অধিকারী, সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম, জেলা মহিলা লীগের সভাপতি রোকেয়া ইসলাম প্রমুখ। 

জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় জানান, বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশে ৫০ জন এতিম শিশুর মাঝে মৌসুমি ফল আনারস, আম, পেয়ারাসহ মাল্টা, আপেল, কলা বিতরণ করা হয়েছে। পাশপাশি বৃক্ষরোপন ও স্বেচ্ছায় রক্ষদান কর্মসূচিতে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঁচ ব্যাগ রক্ত প্রদান করা হয়। #


পুরোনো সংবাদ

নীলফামারী 2161668868740205953

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item