দীর্ঘ ১১ বছর নিখোঁজ থাকার পর পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে নূর ইসলামকে উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দীর্ঘ ১১ বছর ধরে নিখোঁজ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে উদ্ধার করা হলো মোঃ নূর ইসলাম (৫০) কে ৷ রবিবার বিকাল  ৫ টায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশি সূদীর্ঘ  ১১ বছর যাবত পাগল বেশে পার্বতী পুর রেলওয়ে জংশন  এলাকায় অবস্থানরত  মোঃ নুর ইসলামকে উদ্ধার করে তাঁর স্বজনদের হাতে তুলে দেয়৷ তাঁর পিতা মৃতঃ ফয়েজ উদ্দীন, সাং-গাছিডাঙ্গা, থানা-ভূরঙ্গামারী, জেলা -কুড়িগ্রাম৷ তার ভাতিজা  মোঃ মিলন (২৫) ও  গোলাম  রব্বানী চাচাকে সনাক্ত করায় পরিচয় নিশ্চিত  হয়ে   স্বজনদের  কাছে তাঁকে  হস্তান্তর করা হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান৷ তিনি আরো জানান,দীর্ঘ ১১ বছর আগে পাগল প্রায়  নূর ইসলাম নিখোঁজ হন৷ তাঁর আত্মীয় পরিজনেরা অনেক খোঁজা খুজি করে তাঁকে না পেয়ে ধরেই নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই ৷ সে কারনেই তাঁকে কাছে পেয়ে স্বজনরা আনন্দে  কেঁদে  ফেলেন। 

তাঁর ভাতিজা মিলন জানান,দীর্ঘ ১১ বছর ধরে তাঁর চাচা নিখোঁজ ছিল৷ ফেস বুকে ছবি দেখে তাঁরা জানতে পারেন তিনি পার্বতীপুর রেলওয়ে জংশনে আছেন৷ তখন তাঁরা এখানে এসে রেলওয়ে থানা পুলিশের সহযোগীতায় তাঁর চাচাকে উদ্ধার করেন৷ তিনি বলেন,চাচাকে পেয়ে আমরা খুব খুশী৷

পুরোনো সংবাদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি 9179500256282605403

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item