পার্বতীপুরে এক যুবকের ৩ মাসের কারাদন্ড


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের পার্বতীপুরে ট্রেন যাত্রীর ব্যাগ চুরির উদ্যোগ নেওয়ার অভিযোগে মোঃ হাসান মাহমুদ (২৯) নামক এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক৷ শনিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় ভ্রাম্যমান আদালত চলাকালে এই দন্ড প্রদান করা হয়৷


পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান,শনিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় ভ্রাম্যমান আদালত চলাকালে জংশনের ১ নম্বর প্লাটফর্মে অবস্হানরত একটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনের এক যাত্রীর ব্যাগ চুরির উদ্যোগের সময় মোঃ হাসান মাহমুদ কে গ্রেপ্তার করা হয়৷ ব্যাগ চুরির উদ্যোগ নেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷ সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত ফয়জুল হকের পুত্র৷

দন্ডপ্রাপ্ত হাসান মাহমুদের বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে ওসি মোঃ এমদাদুল হক জানিয়েছেন৷

পুরোনো সংবাদ

দিনাজপুর 5763367296036290647

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item